অনেক দিন পরেই অভিনয়ে ফিরেছেন প্রয়াত চিত্রনায়ক বুলবুল আহমেদের কন্যা ঐন্দ্রিলা। সাত বছর পরে ‘বিলাভড’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। ‘বি লাভড’ পরিচালনা করছেন রুবেল হাসান। অপূর্ব’র মূল ভাবনায় গল্প এবং চিত্রনাট্য লিখেছেন জাফরিন সাদিয়া ও রুবেল হাসান।
Advertisement
অপূর্ব বলেন, ‘গল্পটা দুটো ভালোমানুষের ভালোবাসার গল্প অনেক সময়ে ভালোমানুষের ভালোমানষিকতাগুলো বিপদ ও ভুলবোঝা বুঝির কারণ হয়ে দাড়ায়ে. সেটাই দেখানো হয়েছে, নাটকের মূল ভাবনা হলো একটি বিয়ে মানে শুধু একটা নারী ও পুরুষের দাম্পত্য মিলন নয়, দুটি পরিবারের সম্পর্কের সেতুবন্ধন। এই বন্ধনে যদি ফাটল ধরে তখন কেউ সুখী হতে পারে না।’
জাফরিন সাদিয়া বলেন, ‘বরাবরই চেষ্টা করি দর্শকের ভালোলাগার মতো কিছু উপহার দিতে। এই নাটকের গল্প ভালোবাসার। খুবই সাধারণ গল্প চারপাশে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকেই গল্প ভাবনাগুলো নাটকের জন্যই কিছুটা নাটকীয়তা এছাড়া গল্প ছিমছাম ও পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে উপভোগ করার জন্যই আমার একান্ত প্রয়াস আশা করছি দর্শক তাদের প্রত্যাশিত গল্পটা পাবেন।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন কায়েস চৌধুরী, খালেকুজ্জামান, মম আলী, মাহাদী হাসান পিয়াল, সাবিহা জামান, নিয়াজ মাহমুদ তারিক প্রমুখ। ১৪ই ফেব্রুয়ারি রাত পৌনে ৯টায় জিটিভি এর বিরতিহীন বিনোদন আয়োজনের অংশ হিসেবে প্রচার হবে ‘বি লাভড’।
Advertisement
এমএবি/আরআইপি