খেলাধুলা

লাঞ্চ বিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ১০৪/১

প্রথম টেস্টে লাঞ্চ বিরতি পর্যন্ত এই উইকেট হারিয়ে ১০৪ রান করেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পক্ষে একমাত্র সাফল্যটি পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্টিয়ান ফন জিলকে ফিরিয়ে সফরকারী দক্ষিণ আফ্রিকা শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার এই অলরাউন্ডার। মাহমুদউল্লাহর বলে জিল ফ্লিক করতে গেলে দুর্দান্ত ক্যাচ লুফে নেন লিটন দাস।  ফিরে যাওয়ার আগে প্রোটিয়া এই ব্যাটসম্যান করেন ৩৪ রান। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ভালো শুরু এনে দেয় দুই উদ্বোধনী ব্যাটসম্যান। আবহাওয়া ভালো থাকায় নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় এ খেলা শুরু হয়েছে। তবে যেকোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে।ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক ঈর্ষণীয় সাফল্য টেস্ট ম্যাচে অনূদিত করার প্রত্যাশা ও প্রত্যয় নিয়ে আজ মাঠে নেমেছে টাইগাররা। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্বাগতিকদের টেস্ট রেকর্ড সুখকর নয়। বাংলাদেশ প্রোটিয়াদের বিপক্ষে শেষ টেস্ট খেলেছে সেই ২০০৮ সালে। এরপর সাতটা বছর পেরিয়ে গেছে। শেষ খেলা সেই দলটার অনেকেই এখন অনুপস্থিত। দুই দলের শেষ টেস্ট সাক্ষাতে বাংলাদেশের ইনিংস পরাজয়ের সাক্ষী সাকিব-তামিম-মুশফিক-ইমরুল। বিজয়ের সাক্ষী কেবল আমলা-স্টেইন-মরকেল।দুই দলেই গত সাত বছরে পরিবর্তন এসেছে অনেক। দীর্ঘ এ পথ পরিক্রমায় বাংলাদেশ যেমন ক্রিকেটের মহাসড়কে পাড়ি দিয়েছে অনেকটা পথ তেমনি দক্ষিণ আফ্রিকাও সাক্ষী হয়েছে অনেক ক্রিকেটীয় চমৎকারের। আরটি/এমআর/এমএস

Advertisement