লাইফস্টাইল

মনের ওপর রংয়ের প্রভাব

আমাদের জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছে যে জিনিসটি, সেটা হল রং। কল্পনা করে দেখুন তো, একদিন সকালে উঠে দেখলেন আপনার জীবনে কোনো রং নেই কিংবা পৃথিবীর সবকিছু সাদা আর কালো! তখন কেমন লাগবে আপনার? বলাই বাহুল্য যে, ভীষণ বিমর্ষ হয়ে পড়বেন আপনি। সত্যি বলতে কি, রং আছে বলেই পৃথিবী এত সুন্দর। রং আছে বলেই জীবনটা এত সুন্দর।আমাদের মনের ওপরে রংয়ের একটা মারাত্মক প্রভাব আছে। আমাদের মনের অজান্তেই নানান রকমের আবেগ তৈরি করে রং। কোনো রং মনকে ভরিয়ে দেয় খুশিতে, কোনোটা করে তোলে অকারণেই আনন্দিত। কোনো রং কমায় মানসিক চাপ, আবার কোনো রং বিষণ্ণতা কাটায় কিংবা হতাশা কমায়। তাহলে চটজলদি জেনে নেওয়া যাক মনের ওপর রংয়ের প্রভাব সম্পর্কে।১) লাল : ভালবাসার রং লাল। নেতিবাচক চিন্তাকে দূর করে মনের মধ্যে জীবনীশক্তি সঞ্চার করলেও তীব্র লাল রং অধৈর্য করে তোলে।২) গোলাপি : রাগ কমিয়ে মনকে শান্ত করে স্বার্থহীন ভালোবাসার রং গোলাপি। একাকীত্ব, নিরাশা, স্পর্শকাতরতা এবং হিংস্রতা কমায় এই রং।৩) কমলা : কমলা রংয়ের ঔজ্জ্বল্য মনকে প্রফুল্ল করে তোলে। অ্যান্টি-ডিপ্রেশন হিসেবে এই রংয়ের কার্যকারিতা তুলনাহীন।৪) সবুজ : স্ট্রেস কমাতে চমৎকার কাজ করে সবুজ রং। যদিও সবুজ আবার ঈর্ষার প্রতীক।৫) হলুদ : বন্ধুত্ব এবং খুশির প্রতীক হলুদ। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং ইতিবাচক চিন্তা মনে আনতে সাহায্য করে হলুদ।৬) নীল : সৃষ্টি এবং স্পষ্টতা জাগিয়ে তুললেও গাঢ় নীল রং বিষণ্নতা আনতে পারে।৭) বেগুনি : অনুমান এবং কল্পনাশক্তিকে আরও সুন্দর করে। পাশাপাশি ভয় এবং আচ্ছন্নতা কাটাতেও সাহায্য করে বেগুনি।৮) ধূসর : সাদা এবং কালোর মাঝের রং বলে ছাই বা ধূসর রংকে সব সময় নেতিবাচক প্রতীক হিসেবেই ধরা হয়।৯) রুপালি : চাঁদের রং রুপালি। এটা মনের শুদ্ধতা এবং পবিত্রতা প্রকাশ করে।১০) সোনালি : শক্তি, সম্পদ, প্রতিপত্তির প্রতীক হিসেবে ধরা হয় সোনালি রংকে। হতাশা কাটাতে এবং মনের কর্মক্ষমতা বাড়াতে সোনালি রংয়ের জুড়ি নেই।১১) বাদামি : বাদামি নিরাপত্তাহীনতা দূর করে, মানসিক স্থিরতা আনতে সাহায্য করে।

Advertisement