বইমেলায় পাওয়া যাচ্ছে বিধান রিবেরুর শিশু-কিশোরদের উপযোগী বই ‘রসগোল্লা’। বইটিতে রূপকথা, গল্প, কবিতা, ছড়া, অনুবাদ ও নিবন্ধসহ বিচিত্র স্বাদের লেখা রয়েছে। বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ।
Advertisement
বইটির বেশিরভাগ ছবি এঁকেছেন কার্টুনিস্ট আহসান হাবীব। একটি গল্পের অলংকরণ করেছেন ধ্রুব এষ। প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের ৫ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।
‘রসগোল্লা’ প্রসঙ্গে লেখক বিধান রিবেরু বলেন, ‘বইটিতে শিশু-কিশোররা নানা বৈচিত্রের সন্ধান পাবে। বড়রাও লেখাগুলো পছন্দ করবেন। আসলে সব বয়সী পাঠকেরই ভালো লাগবে।’
এছাড়াও বিধান রিবেরুর উল্লেখযোগ্য বই হচ্ছে- ‘চলচ্চিত্র পাঠ সহায়িকা’, ‘চলচ্চিত্র বিচার’, ‘বিবিধ অভাব: লিওনার্দো লালন লাকাঁ’, ‘উসমান সেমবেনের চলচ্চিত্র হালা’, ‘অনুভূতিতে আঘাতের রাজনীতি ও অন্যান্য’, ‘বাংলাদেশে/র চলচ্চিত্র’ প্রভৃতি।
Advertisement
এসইউ/আরআইপি