গণমাধ্যম

`গণমাধ্যম কর্মী আইন' প্রণয়নের দাবি বিএফইউজের

ঘোষিত নবম ওয়েজবোর্ডে ইলেক্ট্রনিক মিডিয়াকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে অবিলম্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত নিউজপেপার এমপ্লয়িজ (সার্ভিসেস অ্যান্ড কন্ডিশন) অ্যাক্ট- ১৯৭৪ সংশোধিত আকারে পুনর্বহালের দাবি জানিয়েছে বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। এ আইনটির প্রস্তাবিত সংশোধিত নাম ‘গণমাধ্যম কর্মী (চাকরি শর্তাবলী) আইন’। আইনটির খসড়া বিএফইউজে তিন বছর আগে তথ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে।

Advertisement

বুধবার সকালে ঢাকায় অবস্থানরত বিএফইউজে’র কর্মকর্তাদের এক সভায় এ দাবি জানানো হয়। বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহাসচিব ওমর ফারুক, সৈয়দ ইশতিয়াক রেজা, মধুসুদন মণ্ডল, শাবান মাহমুদ, অমিয় ঘটক পুলক, সোহেল হায়দার চৌধুরী, স্বপন দাশগুপ্ত, মফিদা আকবর, নুরে জান্নাত আখতার সীমা এবং নয়ীম নওরোজ।

সভায় নেতারা বলেন, নবম ওয়েজবোর্ডের রোয়েদাদে ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি বেতন কাঠামো অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। তাই উল্লেখিত আইন প্রণয়নের বিকল্প নেই। তারা জরুরি ভিত্তিতে আইনটি প্রণয়নের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

এমইউ/ওআর/আইআই

Advertisement