খেলাধুলা

বাংলাদেশ আসলেই ভালো ক্রিকেট খেলছে : চান্দিমাল

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে বড় পুঁজি নিয়েও ২০০ রানে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। অতীতে এমন অবস্থান থেকে অনেক টেস্টেই হারতে হয়েছে টাইগারদের। তবে এবার আর সেই ভুল করেনি তারা। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপুটে ড্র নিয়েই মাঠ ছেড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

Advertisement

বাংলাদেশ ঘরের মাঠে শক্তিশালী, এখন সেটা মানতে আপত্তি করে না অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলোও। শ্রীলঙ্কাও মানছে টাইগাররা এখন দুর্দান্ত ক্রিকেট খেলছে। ঢাকা টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে দলটির অধিনায়ক দিনেশ চান্দিমাল যেমন বললেন, 'তারা খুবই ভালো, বিশেষ করে ঘরের মাটিতে। তারা এখানে ভালো পারফর্ম করে। আমরা তাদের কখনো হালকা করে দেখি না, তারা খুব ভালো ক্রিকেট খেলছে।'

চান্দিমালের দাবি, ওয়ানডের চেয়ে টেস্টে শক্তিশালী শ্রীলঙ্কা। কন্ডিশন এবং বাংলাদেশের খেলোয়াড়দের জন্য আলাদা পরিকল্পনা নিয়েই লঙ্কানরা মাঠে নামবে, জানিয়েছেন তিনি, 'আমাদের টেস্ট দলটি ওয়ানডের তুলনায় বেশি অভিজ্ঞ। আমাদের জন্য তবু এটা চ্যালেঞ্জিং। তবে কন্ডিশন এবং তাদের খেলোয়াড়দের নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা আছে। এটা মাঠে ভালোভাবে প্রয়োগ করতে হবে।'

এমএমআর/আইআই

Advertisement