দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় টিকিটসহ ২ কালোবাজারী আটক

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ট্রেনের সাতটি ঈদের ফিরতি টিকিটসহ দুই কালোবাজারীকে আটক করে কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ তাদের এ কারাদণ্ডাদেশ দেন।  সাজাপ্রাপ্তরা হলেন, মো. আমিন (২৪) ও গিয়াস উদ্দিন (২৮)। তারা দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারীর সঙ্গে জড়িত রয়েছেন বলে জানা গেছে।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ জাগো নিউজকে জানান, ঈদকে কেন্দ্র করে সাধারণ যাত্রীরা যেন নির্বিঘ্নে ট্রেনে যাতায়াত করতে পারেন সে জন্য সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে চিহ্নিত টিকিট কালোবাজারী গিয়াস উদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের চারটি ঈদের ফিরতি টিকিট এবং মো. আমিনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামগামী মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনের তিনটি ফিরতি টিকিটসহ হাতেনাতে আটক করা হয়। পরে গিয়াস উদ্দিনকে তিন মাস এবং আমিনকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। নির্বাহী ম্যজিস্ট্রেট আরো জানান, ভ্রাম্যমাণ আদলতের এই অভিযান অব্যাহত থাকবে।অভিযান চলাকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. মহিদুর রহমান ও স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাউদ্দিন রাশেদ উপস্থিত ছিলেন।আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস

Advertisement