চলতি মৌসুমের আগে ফ্রেঞ্চ লিগ নিয়ে খুব একটা আলোচনা হত না। তবে মৌসুমের শুরুতে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে বার্সা থেকে নেইমারের পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই পাল্টে গেছে দৃশ্যপট। নেইমার ছাড়াও পিএসজি দলটিতে রয়েছে কাভানি, ডি মারিয়াদের মতো তারকারা।
Advertisement
এবার এসব তারকা খেলোয়াড়দের বেতন নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে ফ্রান্সের বিখ্যাত ক্রীড়া দৈনিক লেকিপ। এতে দেখা গেছে ফরাসি লিগে ১৩ জন সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ফুটবলারের মধ্যে ১২ জনই প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) খেলোয়াড়। আর সর্বোচ্চ ৩১ কোটি টাকা বেতন পান ব্রাজিলিয়ান তারকা নেইমার।
নেইমারের পেছনেই রয়েছেন কাভানি। প্রতি মাসে তার আয় প্রায় ১৫ কোটি টাকা। প্রায় ১৪ কোটি টাকা আয় করে এর পেছনেই রয়েছেন ফরাসি ফুটবলার এমবাপে। আর মাসে সাড়ে ১৩ কোটি টাকা রোজগার করেন পিএসজি-র ব্রাজিলিয়ান থিয়াগো সিলভা।
এ ছাড়াও রয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার ডি মারিয়া ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকুইনোস। দু’জনেরই মাসিক রোজগার প্রায় ১২ কোটি টাকার কাছাকাছি। পিএসজির বাইরে সর্বোচ্চ আয় করা ফুটবলার হলেন মোনাকোর ফ্যালকাও। মাসে তার রোজগার প্রায় ৮ কোটি টাকা।
Advertisement
এমআর/আরআইপি