খেলাধুলা

‘পিএসজিকে বিদায় করে দেবে রিয়াল’

লা লিগায় ১৯ পয়েন্ট পিছিয়ে। শিরোপা দৌড়ে ওঠাও আর সম্ভব নয় রিয়াল মাদ্রিদের। কোপায় ডেল রে থেকে বিদায় নিয়েছে লেগানেসের মত দুর্বল দলের কাছে হেরে। রিয়াল মাদ্রিদ স্মরণাতীতকালে এত বড় বিপর্যয়ের মধ্য দিয়ে গেছে কি না সন্দেহ। তবুও এই রিয়াল মাদ্রিদকে অবহেলা না করার পরামর্শ দিয়েছেন দলটির সাবেক এবং বর্তমান বায়ার্ন মিউনিখ কোচ ইউয়ুপ হেইঙ্কেস।

Advertisement

হেইঙ্কেসের মতে, রিয়ালকে কখনোই গোনার বাইরে রাখা যায় না। তাদের অবশ্যই গুনতে হবে। দলটি সম্পর্কে তিনি ভালোভাবেই জানেন। এই দলটির নাড়ি-নক্ষত্র তার জানা। হেইঙ্কেস যখন রিয়ালের কোচ ছিলেন, তখন তার অধীনেই চ্যাম্পিয়ন্স লিগের সেপ্টিমা (সপ্তম শিরোপা) জিতেছে লজ ব্লাঙ্কোজরা। প্রায় একই অবস্থায় থেকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিলেন হেইঙ্কেস।

বায়ার্ন মিউনিখের বর্তমান কোচ গোল ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘১৯৯৮ সালে যখন আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলাম, সেবার লা লিগায় হয়েছিলাম চতুর্থ। নিজের অভিজ্ঞতা থেকেই বলতে পারি, কখনোই রিয়াল মাদ্রিদকে অবজ্ঞা কিংবা অবমূল্যায়ণ করবেন না। কারণ, ইউরোপের অন্যতম সেরা দলটি রয়েছে তাদের হাতে।’

এবারের চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডেই নেইমারের দল পিএসজির মুখোমুখি হতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। যে ম্যাচটি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে ফুটবল বিশ্বে। একদিনে নিজেদের বাঁচার শেষ অবলম্বন হিসেবে রিয়ালে সামনে বাকি আছে শুধু চ্যাম্পিয়ন্স লিগ, অন্যদিকে হাজার হাজার কোটি টাকা খরচ করে ইউরোপের অন্যতম সেরা দল বানিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশায় ফুটতে থাকা পিএসজি।

Advertisement

হেইঙ্কেসের ভবিষ্যদ্বাণী, রিয়ালই সামনে এগিয়ে যাবে। বিদায় করে দেবে পিএসজিকে। তিনি বলেন, ‘আপনি কখনোই চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়ালকে বাইরে ধরতে পারেন না। পিএসজির চেয়ে অনেক অনেক বেশি এগিয়ে এবং অভিজ্ঞ তারা। আমার বিশ্বাস, এই দু’দলের মুখোমুখিতে জিতবে রিয়ালই।’

হেইঙ্কেসকে জিজ্ঞাসা করা হয়, তাহলে কেন রিয়াল মাদ্রিদ এবার এতটা ভুগছে। কেন, শক্তিশালী দল থাকা সত্ত্বেও এত বাজে পারফরম্যান্স করছে? হেইঙ্কেসের উত্তর, ‘এর মূল কারণ, দলবদলে তারা নিজেদের দলটাকে গুছিয়ে নিতে পারেনি। তিনজন দারুণ খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে। আলভারো মোরাতা, পেপে এবং হামেশ রদ্রিগেজ। সম্ভবত পারিশ্রমিক কমিয়ে আনার লক্ষ্যেই এই তিন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে তারা।’

হেইঙ্কেস বলেন, ‘তারা হয়তো দলবদলের বাজারে খুব বেশি ব্যায় করেনি। নতুন নতুন তারাকাদেরও নিতে চায়নি দলে। কিন্তু দলটাকে ঠিক রাখতে হলে পুরনোদের সঙ্গে নতুন তারকাদেরও মেলবন্ধন ঘটাতে হবে। তাহলেই ভালো করবে দল।’

আইএইচএস/এমএস

Advertisement