খেলাধুলা

জুনে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম দিবারাত্রির টেস্ট

আগামী ২৩ জুন প্রথমবারের মতো নিজেদের মাটিতে দিবারাত্রির টেস্ট আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোসের কেনসিংটন ওভালে ম্যাচটিতে ক্যারিবীয়দের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই ম্যাচটি দিয়েই প্রথমবারের মতো এই ভেনু্যতে বড় ফরমেটের ক্রিকেট খেলবে লঙ্কানরা।

Advertisement

আগামী ৬ জুন ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজটি। এই সিরিজে তিনটি টেস্ট খেলবে দুই দল। দিবারাত্রির টেস্টটি হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড যে সূচি দিয়েছিল, তাতে তৃতীয় টেস্টটি হওয়ার কথা ছিল সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে। দ্বিতীয় টেস্টের ভেনু্য ছিল কেনসিংটন ওভাল। তবে মঙ্গলবার শ্রীলঙ্কা ক্রিকেট থেকে বিবৃতি এসেছে, তাতে দেখা যাচ্ছে ভেনু্য পরিবর্তন হয়েছে। সেন্ট লুসিয়া আয়োজন করবে দ্বিতীয় টেস্টটি।

এটি হবে ১০ বছরের মধ্যে শ্রীলঙ্কার প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফর। সর্বশেষ তারা ২০০৮ সালের মার্চে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলতে গিয়েছিল, যে সিরিজটি ১-১ সমতায় শেষ হয়।

Advertisement

এমএমআর/পিআর