জাতীয়

হজ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বুধবার

হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন বিষয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি আগামীকাল (বুধবার) রাজধানীর আশকোনা হজক্যাম্পে শুরু হবে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন।

Advertisement

প্রশিক্ষণ কর্মসূচিতে হজ এজেন্ট, ব্যাংক কর্মকর্তা ও অন্যান্য ইউজারদের হজের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হবে।

গতকাল (সোমবার) ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট হজ এজেন্সি, ব্যাংক কর্মকর্তা (ইউজার) ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ইউজারদের প্রাক-নিবন্ধনের প্রশিক্ষণ সার্ভারের মাধ্যমে প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাবেন। সম্প্রতি ধর্মমন্ত্রীর নেতৃত্বে সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সম্পাদিত হয়।

Advertisement

উল্লেখ্য চলতি বছর সরকারি পর্যায়ে ৬ হাজার ৯৫৩ জন ও বেসরকারি পর্যায়ে ২ লাখ ৩৩ হাজার ১২৪ জন প্রাক নিবন্ধন করেছেন। খুব শিগগিরিই চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হতে পারে।

এমইউ/এমএমজেড/এমএস