বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া সিলেট এসেছিলেন মাজার জিয়ারত করতে কিন্তু সিলেটের লাখ জনতার উপস্থিতিতে তারা তাদের মনের ভাষা জানিয়ে দিয়েছেন।
Advertisement
সোমবার দিবাগত রাত ৯টায় সিলেট সার্কিট হাউসে বিভাগীয় নেতাদের সঙ্গে ক্লোজ ডোর বৈঠকের সময় তিনি এসব কথা বলেন। তার কিছুক্ষণ পরই খালেদা জিয়া ঢাকার উদ্দেশে রওয়ানা হন।
বিএনপি নেত্রী মাজার জিয়ারতের আদলে রাজনৈতিক প্রচারণায় সিলেট সফরে এসেছেন বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের সমালোচনায় খসরু বলেন, সিলেটের জনগণ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছেন।
'মূল কথা হচ্ছে বিএনপি চেয়ারপারসন যেখানে যান লাখো জনতা স্বতস্ফুর্তভাবে রাস্তায় নেমে আসেন, যা দেশের অন্য কোনো রাজনৈতিক দলের নেত্রীর ক্ষেত্রে হয় না'
Advertisement
সিলেট পৌঁছেই সন্ধ্যায় হযরত শাহজালাল মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর যান হযরত শাহ পরান (রহ.) এর মাজারে। তিনি হযরত শাহজালালের মাজারে মহিলাদের জন্য সংরক্ষিত কক্ষে মাগরিবের নামাজ আদায় করেন।
মিলাদ মাহফিল পরিচালনা করেন মুফতি নেহাল উদ্দিন। দোয়া মোনাজাত করেন মাজারের খাদেম মাওলানা কবির। মোনাজাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
নিখোঁজ ইলিয়াস আলীর নাম ধরেও স্লোগান দিতে থাকে জনতা। সিলেটের বিশ্বনাথ, উসমানী নগর, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমাসহ সিলেট মহানগর নেতাকর্মীদের ঢল নামে। এছাড়াও জেলা মহানগর নেতারা সড়কের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করে বেগম জিয়াকে স্বাগত জানায়।
সিলেটে পৌঁছালে বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা, ড. এনামুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলার সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও মহানগর সভাপতি নাসিম হোসাইন জেলার আলী আহমদ, মহানগরের সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, প্রমুখ।
Advertisement
সিলেট সফরে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড.আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর, বরকতউল্লাহ বুলু, মো. শাহজাহান, ডা এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হাবিবুব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সেলিমুজ্জামান সেলিম, স্বনির্ভর সম্পাদক শিরিন সুলতানা, সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম আলীম, নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজ্জামেল হক, তাবিথ আউয়াল, যুবদল নেতা মোরতাজুল করিম বাদরু, নুরুল ইসলাম নয়ন, মামুন হাসান, মহিলা দল নেত্রী সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ।
এমএম/জেএ/এমআরএম