ধর্ম

মহিয়সী নারী বিবি রহমত

হজরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহমত। আল্লাহ তাআলা তাকে পৃথিবীর নারীসহ সব মানুষের জন্য ধৈর্য ও ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত বানিয়েছেন। তিনি স্বামীর সেবায় এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন যে আল্লাহ তাকে ইসলামের ইতিহাসে প্রসিদ্ধ করেছেন। বিবি রহিমা হিসেবেই তিনি সর্বাধিক পরিচিত।

Advertisement

বিবি রহমতের মহিয়সী হওয়ার নেপথ্যেআল্লাহর নবি হজরত আইয়ুব আলাইহিস সালামের ধন-সম্পদ, সন্তান-সন্ততি, ক্ষেত-খামার ও বাগ-বাগিচা সবই ছিল। কিন্তু আল্লাহ তাআলা তাঁকে আর্থিক, দৈহিক ও সন্তানের দুঃখ-কষ্টে পতিত করেন। তাঁর ওপর আল্লাহর পরীক্ষা আসে, এবং তার সবকিছুই ধ্বংস হয়ে যায়। তার সম্পূর্ণ দেহ কুষ্ঠরোগে ভরে যায়।

সবাই হজরত আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে গেলেও বিবি রহমত (রহিমা) তাঁকে ছেড়ে যাননি। তিনি স্বামী খেদমতে নিজেকে নিয়োজিত রাখেন। সব রকম দুঃখ-কষ্ট সহ্য করতে থাকেন।

একবার হজরত আইয়ুব আলাইহিস সালাম কোনো কারণে বিবি রহমতের ওপর রাগান্বিত হয়ে এ বলে কসম করেন যে, আমি যদি সুস্থ হই তবে তাঁকে (বিবি রহমত) ১০০ বেত্রাঘাত করব।

Advertisement

সম্পদশালী হজরত আইয়ুব আলাইহিস সালাম নিঃস্ব হয়ে অনেক কষ্ট ভোগের পর আল্লাহর কাছে এভাবে দোয়া করেন যে-

‘এবং স্মরণ করুন আইয়্যুবের কথা, যখন তিনি তাঁর পালনকর্তাকে আহবান করে বলেছিলেন, আমি দুঃখকষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ট দয়াবান। (সুরা আম্বিয়া : আয়াত ৮৩)

অতঃপর আল্লাহ তাআলা হজরত আইয়ুব আলাইহিস সালামকে সম্মানিত মাস মহররমে ক্ষমা করে দেন। তাঁকে সমুদয় সম্পদ, স্ত্রী-সন্তান পুনরায় দান করেন। কুরআনে সেকথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন-

‘অতঃপর আমি তাঁর আহবানে সাড়া দিলাম এবং তাঁর দুঃখকষ্ট দূর করে দিলাম এবং তাঁর পরিবরাবর্গ ফিরিয়ে দিলাম, আর তাদের সঙ্গে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশত আর এটা ইবাদাতকারীদের জন্যে উপদেশ স্বরূপ। (সুরা আম্বিয়া : আয়াত ৮৪)

Advertisement

বিবি রহমতের ওপর আল্লাহর ইহসানএকদিকে পয়গম্বর হজরত আইয়ুব আলাইহিস সালাম-এর কসম। অন্য দিকে সতীসাধ্বী স্বামীরে খেদমতে নিয়োজিত মহিয়সী নারী বিবি রহমত। এ অবস্থায় আল্লাহ তাআলা তাঁকে ইহসান করেন।রাগের বশবর্তী হয়ে বিবি রহমতকে বেত্রাঘাতের যে কসম করেন; পয়গম্বর তা পূরণ করার ইচ্ছা পোষণ করেন। যেখানে স্ত্রী-সন্তানরা বিপদের সময় তাকে ছেড়ে চলে গেছে; সেখানে স্বামীর খেদমত পরায়ণা সতীসাধ্বী মহিয়সী নারী বিবি রহমতকে ১০০টি বেত্রাঘাত করতে হবে। তা ছিল হজরত আইয়ুব আলাইহিস সালামের জন্য খুবই কঠিন।

আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে হজরত আইয়ুব আলাইহিস সালামের কসম করা ১০০ বেত্রাঘাতের বিষয়টি সহজ করে দেন। আল্লাহ হজরত আইয়ুব আলাইহিস সালামে বলে দিলেন যে, ১০০ শলাকা বিশিষ্ট একটি ঝাড়ু দিয়ে একবার আঘাত কর। তাহলে এ একটি আঘাতকে ১০০টি আঘাত হিসেবে গণ্য করে কসম পূর্ণ করা হবে।

আর এভাবেই পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কসম পূর্ণ হয় এবং বিবি রহমত কঠোর শাস্তি থেকে মুক্তি পায়। এটা ছিল বিবি রহমতের প্রতি আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ।

উল্লেখিত ঘটনা থেকে উপলব্ধি করা যায় যে, স্বামীর খেদমতকারী বিবি রহমতের ওপর আল্লাহ তাআলা ইহসান করেছেন। একদিকে স্বামীর খেদমতের মাধ্যমে চরম ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বিবি রহমত। অন্য দিকে স্বামীর অসন্তুষ্টির অকল্যাণ ও শপথের বিপরীতে আল্লাহ তাআলা তাঁকে সাহায্য করেছেন।

আল্লাহ তাআলা পরম দয়া ও অনুকম্পা লাভে বিবি রহমত সব নারীদের জন্য অনুকরণীয় আদর্শ।

এমএমএস/আইআই