কাউসার সোহাগকে সভাপতি ও জনি সুশীলকে সাধারণ সম্পাদক করে বান্দরবান জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক নাজমুল আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ কমিটির মেয়াদ এক বছর বলেও জানানো হয়।বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ বলেন, ছাত্রলীগের এ কমিটি ছাত্রদের কল্যাণে কাজ করে যাবে। এছাড়াও ছাত্রলীগকে গতিশীল করার জন্য যা যা করা প্রয়োজন সবকিছুই করা হবে।এর আগে ৬ জুন শনিবার বিকেলে পূর্ব ঘোষণা অনুযায়ী স্থানীয় রাজার মাঠে জেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সন্মেলনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি প্রার্থী আহসানুল রুমুর নেতৃত্বে সম্মেলনে হামলা চালান হয়। সম্মেলনে হমলার ঘটনায় ১৫ জন আহত হন। ফলে সম্মেলন পণ্ড হয়ে যায়। পরে কমিটি ঘোষণা না করেই কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কেন্দ্রীয় নেতারা বান্দরবান ত্যাগ করেন। ঘটনার পরে গঠন করা হয় তদন্ত কমিটি।আরো জানা যায়, সন্মেলনে হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ২১ নেতাকর্মীকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঘটনার দিনে বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত কমিটি। বান্দরবান জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি তৌহিদুর রহমান রাশেদ বলেন, নতুন এ কমিটি নিয়ে যাতে সবাই কাজ করে এ আহ্বান জানিয়েছি।সৈকত দাশ/এআরএ/এমআরআই
Advertisement