লিভারপুল আর টটেনহামের ম্যাচটি দারুণ উত্তেজনা ছড়িয়ে ড্র হয়েছে। ম্যাচে জোড়া গোল করেছেন মোহামেদ সালাহ। তবে তার জোড়া গোল নয়, দ্বিতীয় গোলটি নিয়ে এখন আলোচনা সর্বত্র। এক গোলেই মিশরের এ ফরোয়ার্ডকে তুলনা করা হচ্ছে বর্তমান বিশ্বের সেরা ফুটবলার বার্সেলোনা তারকা লিওনেল মেসির সঙ্গে।
Advertisement
দুইবার এগিয়ে থেকেও শেষ পর্যন্ত নিজেদের মাঠে টটেনহামের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। শেষ দিকের নাটকীয়তায় প্রিমিয়ার লিগের হাইভোল্টেজটি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
ওই ম্যাচে লিভারপুলের পক্ষে দুটি গোলই করেন সালাহ। প্রথম গোলটি নিয়ে ওত আলোচনা হচ্ছে না। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে বলতে গেলে একক নৈপুণ্যে দ্বিতীয় গোলটি করেন সালাহ। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে দু’জনকে ফাঁকি দিয়ে দুরূহ কোণ থেকে যেভাবে তিনি গোলরক্ষকে পরাস্ত করেছেন, সেটি নিয়েই এখন তোলপাড় ফুটবল বিশ্ব।
লিভারপুলের কিংবদন্তি ফুটবলার জেমি কারাঘের তো ওই গোলে মেসিকেই খুঁজে পাচ্ছেন। তিনি বলেন, 'অন্য একটি মানুষই এ গোলটি করতে পারতো, মেসি। শক্ত জায়গা থেকে সে যেভাবে গোলরক্ষককে পরাস্ত করে গোলটি দিল, মনে হবে মেসি গোলটি করেছে।'
Advertisement
এমএমআর/এমএস