রাজনীতি

পথে পথে নেতাকর্মীদের বাধা দেয়ার অভিযোগ বিএনপির

সিলেটের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রওয়ানা হবার পর পথে পথে নেতাকর্মীদের বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করছে দলটি।

Advertisement

সোমবার বেলা আড়াইটায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সিলেট সফরটা ম্যাডামের ব্যক্তিগত সফর, ধর্মীয় প্রোগ্রাম। তাই আমরা সেভাবে অরগানাইজড করিনি। তারপরও অনেক নেতাকর্মী খালেদা জিয়াকে অভিবাদন জানাতে সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের ওপর চড়াও হয়।

এদিকে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর নারায়ণগঞ্জ এলাকায় পৌঁছলে সেখান অবস্থানরত নেতাকর্মীদের ওপর পুলিশ চড়াও হয়। এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেনকে আটক করা হয় বলে দাবি করেছে বিএনপি।

এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা জড়ো হতে চাইলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।

Advertisement

এর আগে দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, বিএনপি চেয়ারপারসন সিলেট যাবার পথে তাকে অভ্যর্থনা জানাতে জাতীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া নেতাকর্মীদের নিয়ে রাস্তায় দাঁড়ালে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতার হন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মোল্লা, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল।

তিনি বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ রাস্তায় নেতাকর্মীদের নিয়ে দাঁড়ালে পুলিশ তাকে গ্রেফতার করে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ভৈরবে বিএনপি চেয়ারপারনকে স্বাগত জানাতে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় জেলা বিএনপির সভাপতিসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। শায়েস্তাগঞ্জে বিএনপি নেতাকর্মীদের নির্মিত অস্থায়ী মঞ্চ ভেঙে দেয়া হয়। কয়েকটি স্থানে আবার পুলিশ লাঠিচার্জও করা হয়।

Advertisement

হবিগঞ্জের নবীগঞ্জে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের সামনে পুলিশ উপস্থিত নেতাকর্মীদের ওপর কাঁদানে গ্যাস ছুড়েছে বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

হযরত শাহজালাল (র.) এবং শাহপরাণ (র.) মাজার জিয়ারতের উদ্দেশে সোমবার সকাল সোয়া ৯টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওয়ানা হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এমএম/জেএ/জেএইচ/এমএস