কিশোরগঞ্জের নিকলীতে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন থেকে গোপনে বিয়ে বাড়িতে আলোকসজ্জা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। রোববার রাতে উপজেলার দামপাড়া ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।আহতরা হলেন, কামালপুর গ্রামের মঞ্জিল মিয়ার স্ত্রী রেজিয়া আক্তার (৫৫), তার বড় ভাই ইসরাফিল (৬০) ও রেজিয়ার ছেলের বন্ধু মো. রাব্বি (১৪)।পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার দামপাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মো. কমর উদ্দিনের মেয়ের বিয়ের দিন ধার্য ছিল। রোববার ছিল কনের গায়ে হলুদ। বিয়ে বাড়িতে আলোকসজ্জা করার জন্য কমর উদ্দিন বাড়ির পাশ দিয়ে টানা পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেন। বিদ্যুতের সুইচ চালু করার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রতিবেশি মঞ্জিল মিয়ার বসতঘরের টিনের চালে। সঙ্গে সঙ্গে সমস্ত ঘরটি বিদ্যুতায়িত হয়। এ সময় মারাত্মক দগ্ধ হন ওই ঘরে থাকা তিনজন। তাদের প্রথমে নিকলী উপজেলা স্বাস্থ্য প্রকল্পে নেয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসার পর সকালে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।নিকলী উপজেলার পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের লাইনম্যান উপেন্দ্র চন্দ্র রায় জানান, `ঘটনাটি পল্লী বিদ্যুতের কিশোরগঞ্জের জেনারেল ম্যানেজারকে জানানো হয়েছে। নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।নূর মোহাম্মদ/এআরএ/পিআর
Advertisement