প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র এবং শিক্ষামন্ত্রীর জামাতা ডা. ইমরান এইচ সরকার। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘প্রশ্ন ফাঁসের মূল হোতা কে সেটা খুঁজে বের করা সরকারেরই দায়িত্ব। কিন্তু আমরা আর চাই না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন নষ্ট হয়ে যাক। আমাদের বাঁচান, আগামীর প্রজন্মকে বাঁচান।’
Advertisement
ইমরানের পোস্টটিতে ১৪ হাজার লাইক পড়েছে, শেয়ার হয়েছে ১৫৮টি। কমেন্ট করেছেন হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারীরা। ফেসবুক পোস্টে ইমরানের ফলোয়াররা প্রশ্ন ফাঁসের বিষয়ে তার শ্বশুর অর্থাৎ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
নোমান মোড়ল নামে আরেকজন কমেন্ট করেছেন, স্ট্যাটাস না দিয়ে আপনার শ্বশুরের সঙ্গে আলোচনা করুন। জাতি উপকৃত হবে। (কমেন্টের ইংরেজি শব্দগুলো বাংলা করা হয়েছে) উত্তরে ইমরান এইচ সরকার বলেন, ‘অনেক চেষ্টা করেছি। সময়ের অপচয় ছাড়া কিছু না।’
মো. রাজু নামে একজন কমেন্ট করেছেন, এ দায়িত্ব নিয়ে আপনার শ্বশুর বসে আছে, আপনি উনারে কিছু পরামর্শ দিন। উত্তরে ইমরান বলেন, ‘আমার পরামর্শ শোনার উনার সময় কোথায়? উনি তো ব্যস্ত...’
Advertisement
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএসসি পরীক্ষার বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁস হয়।
এআর/এমআরএম/আরআইপি