খেলাধুলা

চাহালের ঘূর্ণিতে ১১৮ রানেই শেষ দক্ষিণ আফ্রিকা

অধিনায়কত্ব হাতে নিয়েই বড়সড় এক ধাক্কা খেলেন এইডেন মার্করাম। তার নেতৃত্বের অভিষেকের দিনটা চরম হতাশায় শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকার। সেঞ্চুরিয়ানে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় লেগস্পিনার যুজবেন্দ্র চাহালের ঘূর্ণিতে ১১৮ রানেই গুটিয়ে গেছে প্রোটিয়াদের ইনিংস।

Advertisement

চাহালের সঙ্গে ছিলেন আরেক স্পিনার কুলদ্বীপ যাদব। তাদের দ্বিমুখী আক্রমণে ঘরের মাঠে খেলেও একদমই সুবিধা করতে পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। ৩২.২ ওভারে সব কটি উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

ব্যাটিং বিপর্যয়ের দিনে দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটসম্যান ত্রিশের কোটাও ছুঁতে পারেননি। হাশিম আমলা (২৩), কুইন্টন ডি কক (২০), জেপি ডুমিনি (২৫), খায়ো জন্দো (২৫)- চার ব্যাটসম্যান আউট হয়েছেন বিশের ঘরে। ক্রিস মরিস করেন ১৪ রান। আর অধিনায়ক এইডেন মার্করাম ৮ রানের বেশি এগােতে পারেননি।

ভারতের পক্ষে ২২ রানে ৫টি উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার আসল ক্ষতিটা করে দিয়েছেন যুজবেন্দ্র চাহাল। ৩টি উইকেট নিয়েছেন কুলদ্বীপ যাদব। একটি করে উইকেট ভুবনেশ্বর কুমার আর জাসপ্রিত বুমরাহর।

Advertisement

এমএমআর/জেআইএম