খেলাধুলা

রিয়ালকে মোকাবেলায় তর সইছে না নেইমারের

আর মাত্র দিন দশেক বাকি। চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আর রিয়াল মাদ্রিদের প্রথম লেগের হাইভোল্টেজ ম্যাচ মাঠে গড়াচ্ছে তারপরই। রোমাঞ্চকর এই লড়াইয়ে খেলতে নামতে একেবারে তর সইছে না নেইমারের।

Advertisement

রেকর্ড সাইনিংয়ে নেইমারকে নেয়ার পর পিএসজি দুর্দান্ত গতিতে ছুটে চলেছে। সম্প্রতি লিগ ওয়ানের ফাইনালে উঠেছে দলটি। তবে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটিকেই তাদের শক্তিমত্তার সবচেয়ে বড় পরীক্ষা মনে করা হচ্ছে। নেইমারও এমন ম্যাচে নিজেকে প্রমাণের জন্য মুখিয়ে রয়েছেন।

রিয়ালের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না। পিএসজি তো আছে দারুণ ছন্দে। রোনালদোদের হারাতে তাই স্বপ্নজাল বুনছে উনাই এমেরির শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে এই বাধাটা পার হওয়া সবচেয়ে জরুরী নেইমারদের।

রোমাঞ্চকর এই ম্যাচ নিয়ে নেইমার বলেন, 'আমি রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে মুখিয়ে রয়েছি। আমি চাই এই দিনটা চলে আসুক।'

Advertisement

লিগ ওয়ানের ফাইনালে পিএসজিকে তুলে দেয়ার পথে ফ্রি-কিকে দুর্দান্ত এক গোল করেন নেইমার। চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে নিজের এই ফর্মটা ধরে রাখতে চান ব্রাজিলিয়ান সুপারস্টার।

এমএমআর/জেআইএম