দেশজুড়ে

ইলিশা ফেরিঘাট সড়ক পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

মেঘনা নদীর বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ভোলা অংশের ইলিশা ফেরিঘাট সড়কে ভাঙন দেখা দিয়েছে। সোমবার দুপুরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ ভাঙন পরিদর্শন করেছেন। এ সময় তিনি জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, পৌর মেয়র মো. মনিরুজ্জামান, ভোলা স্বার্থরক্ষা উন্নয়ন কমিটির সম্পাদক অমিতাভ অপু প্রমুখ। এদিকে, এলাকার কয়েক হাজার মানুষ ভাঙন রক্ষার দাবিতে গত তিন দিন ধরে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছিল। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ পানি সম্পদমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে ভাঙন ঠেকানোর ব্যবস্থা নেয়ার কথা বলেন। অন্যদিকে, এ সড়ক ভাঙনের ফলে দেশের ১৬টি জেলার সঙ্গে ভোলা-লক্ষ্মীপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।ভোলা প্রতিনিধি/এআরএ/পিআর

Advertisement