গণমাধ্যম

সিএসই-সিএমজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন তিন সাংবাদিক

শেয়ারবাজার বিষয়ক রিপোর্টিংয়ে পেশাগত কাজের স্বীকৃতি হিসেবে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন তিন সাংবাদিক। পুরস্কারপ্রাপ্তরা হলেন- প্রিন্ট মিডিয়ায় দৈনিক শেয়ার বিজের স্টাফ রিপোর্টার নিয়াজ মাহমুদ, ইলেক্ট্রনিক মিডিয়ায় বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার জিয়াউল হক সবুজ এবং অনলাইন ক্যাটাগরিতে বাংলা নিউজের সিনিয়র রিপোর্টার মাহফুজুল ইসলাম।

Advertisement

শেয়ারবাজারের রিপোর্টারদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) প্রথমবারের মতো যৌথভাবে এ পুরস্কার দিয়েছে। পুরস্কারের নাম; সিএসই-সিএমজেএফ ক্যাপিটাল মার্কেট বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড -২০১৭।

শনিবার চট্টগ্রামে সিএসই’র শেয়ারবাজার মেলার সমাপনী দিনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কারের মধ্যে রয়েছে সনদ, ক্রেস্ট এবং নগদ অর্থ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম, বিএসইসির কমিশনার মো. হেলাল উদ্দিন নিজামী, মো. আমজাদ হোসেন, ড. স্বপন কুমার বালা ও খোন্দকার কামালুজ্জামান, সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার এবং সিএমজেএফের সভাপতি হাসান ইমাম রুবেল।

Advertisement

পুরস্কারের জন্য তিন ক্যাটাগরিতে মোট ২০ জন রিপোর্টার প্রতিযোগিতার জন্য রিপোর্ট জমা দিয়েছিলেন। এর মধ্যে প্রিন্ট মিডিয়ায় ১১টি, অনলাইন ৬টি এবং টেলিভিশন ক্যাটাগরিতে ৩টি। গত ১৮-২১ জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা নেয়া হয়। তিনজন বিচারকের দেয়া নম্বরের সম্মিলিত যোগফলের ভিত্তিতে সেরা রিপোর্টার নির্বাচিত করা হয়। বিচারক হিসেবে ছিলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবু আহমেদ এবং ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্লনিং এডিটর আসজাদুল কিবরিয়া।

এসআই/এআরএস