রাজনীতি

যেসব শর্ত মেনে নিলে নির্বাচনে অংশ নেবেন খালেদা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ছয়টি শর্ত দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রথম সভায় খালেদা জিয়া একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে শর্তগুলো তুলে ধরেন।

Advertisement

বিএনপি চেয়ারপারসন বলেছেন, মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তন হতে হবে নির্বাচনের মাধ্যমে।

নির্বাচনে অংশ নিতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর দেয়া শর্তগুলো হলো:

ভোট হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। জনগণকে ভোটকেন্দ্রে আসার মতো পরিবেশ তৈরি করতে হবে। ভোটের আগে সংসদ ভেঙে দিতে হবে। নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে। ভোটের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে, সেনাবাহিনী মোবাইল ফোর্স হিসেবে কাজ করবে। যন্ত্রে ভোটের জন্য ইভিএম/ডিভিএম ব্যবহার করা যাবে না।

সভায় ছয় শর্ত দেওয়ার পর খালেদা জিয়া নির্বাহী কমিটির সদস্যদের কাছে জানতে চান তারা এর সঙ্গে একমত কি না। এ সময় নির্বাহী কমিটির সদস্যরা উচ্চ স্বরে বলেন একমত।

Advertisement

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বেগম জিয়ার নেতৃত্বে শুরু হয় জাতীয় নির্বাহী কমিটির এই সভা। সভায় যোগ দিতে সকাল থেকেই আসতে থাকেন নির্বাহী কমিটির সদস্যরা। রেজিস্ট্রেশন করে একে একে তারা প্রবেশ করেন সভাস্থলে। সভা শুরুর কিছু পরে লন্ডনে অবস্থানরত দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক জিয়া ভিডিও কনফারেন্সে যোগ দেন। সভায় নির্বাহী কমিটির সদস্যের বাইরেও জেলা ও মহানগরের সভাপতিরাও উপস্থিত আছেন।

এমএম/জেএইচ/আরআইপি