একুশে বইমেলা

বইমেলায় ‘হ্যাকিংয়ের গোলকধাঁধা’

আমাদের দৈনন্দিন সব কাজই হয়ে পড়ছে প্রযুক্তিনির্ভর। তবে যথাযথ নিরাপত্তার অভাবে হ্যাক হতে পারে যেকোনো সিস্টেম এবং তা প্রায়ই হয়ে থাকে। ফলে কোটি টাকার লোকসান হওয়ারও সম্ভাবনা আছে।

Advertisement

তাই ‘বাগসবিডি’র প্রচেষ্টায় সাইবার নিরাপত্তার বিষয়টিকে তুলে ধরতে সাইবার সিকিউরিটি বিষয়ক বই প্রকাশিত হয়েছে। গবেষক দিলোয়ার আলম ও মনিরুজ্জামানের লেখা ‘হ্যাকিংয়ের গোলকধাঁধা’ বইটি এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে।

বইটিতে বিভিন্ন ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ক আলোচনা থেকে শুরু করে সাইবার নিরাপত্তা ও হ্যাকিং সম্পর্কে গুরুত্বপূর্ণ সব তথ্য তুলে ধরা হয়েছে। বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির লিটল ম্যাগ চত্বরের ২৪ নম্বর স্টলে। এর মূল্য ২৮৫ টাকা হলেও বিশেষ ছাড় চলছে।

এসইউ/এমএস

Advertisement