ধর্ম

মক্কায় নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হালাল সেন্টার

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে বিশ্বের সবচেয়ে বড় হালাল সেন্টার নির্মাণ করা হয়েছে। হালালের বিধান বাস্তবায়ন এবং ইসলামি রীতিনীতি অনুযায়ী পণ্যের উৎপাদন এবং মান বজায় রাখতেই এ সেন্টার নির্মাণের উদ্দেশ্য। ইসলামিক ওয়াল্ড অ্যাসোসিয়েশন এ সেন্টারের অধীনেই বিশ্বব্যাপী হালাল পণ্য-সামগ্রী আমদানি ও রফতানি করবে।

Advertisement

ইসলামিক ওয়াল্ড অ্যাসোসিয়েশনের সমর্থনে এ হালাল সেন্টারে সেবা প্রদানে বিশ্বের বহুল প্রচলিত ২০টি ভাষায় ওয়েবসাইট চালু করার পরিকল্পনা রয়েছে। যেখানে পাওয়া যাবে সব পণ্য-দ্রব্যের বিভিন্ন তথ্য।

ইসলামিক ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন হালাল খাদ্য পর্যবেক্ষণের জন্য প্রতি বছর বিশেষজ্ঞ ও আলেমদের বিশ্বের বিভিন্ন দেশ পাঠানো হবে। বিশেষ করে ব্রাজিল, অস্ট্রেলিয়া ও কানাডাসহ উন্নত দেশগুলো তালিকায় রয়েছে।

ইসলামিক ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নির্মিত বিশ্বের বৃহত্তম হালাল সেন্টারে বিভিন্ন খাদ্য দ্রব্য নির্মাণ এবং বিশ্বের বিভিন্ন দেশে এসকল খাদ্য দ্রব্য রপ্তানি করা হবে। ইতিমধ্যে এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশে এ সেন্টারটি হালাল পণ্য আমদানি-রফতানিতে চুক্তিনামায় স্বাক্ষর করেছে।

Advertisement

এমএমএস/এমএস