খেলাধুলা

ভিসা ছাড়াই নিউজিল্যান্ড যাওয়ার সুযোগ

চতুর্থবারের মত শিরোপা নিজেদের করে নিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে মাঠে নেমছে অস্ট্রেলিয়া। আর মাঠে অস্ট্রেলিয়া দলকে সমর্থন দিতে দেশটির ক্রিকেটপ্রেমীদের জন্য ভিসা ছাড়াই নিউজিল্যান্ড যাওয়ার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। অর্থাৎ যাদের অস্ট্রেলিয়ার পাসপোর্ট আছে তাদের নিউজিল্যান্ডে যেতে ভিসা লাগবে না।

Advertisement

এদিকে যুবা দলকে সমর্থন দিতে আরও কিছু উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির একটি টেলিকম কোম্পানি কথা বলার জন্য অস্ট্রেলিয়ান সমর্থকদের বিশেষ সুবিধাও দেবে।

এদিকে আসরের শুরুতেই গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল ভারত। তাই এ ম্যাচটি অনেকটা প্রতিশোধেরও অসিদের জন্য। এ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে ২১৬ রান করেছে অস্ট্রেলিয়া।

১৯৯৮ সালে প্রথম যুব বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। এরপর ২০০২ ও ২০১০ সালেও চ্যাম্পিয়ন হয়েছে তারা। ২০১২ সালে ভারতের বিপক্ষে শিরোপা হারানো অস্ট্রেলিয়া শনিবার জিতে সেই হারের প্রতিশোধ নিতে চায়।

Advertisement

উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রথম যুব বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। এরপর ২০০২ ও ২০১০ সালেও চ্যাম্পিয়ন হয় তারা।

এমআর/এমএস