দেশজুড়ে

চট্টগ্রামে পাহাড়ে উচ্ছেদ অভিযান শুরু

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার আফজাল হোসেনের নেতৃত্বে সোমবার বেলা ১১টা থেকে অভিযান শুরু হয়েছে।আফজাল হোসেন জানান, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সরিয়ে দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে তাদের একটি স্কুলে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গত শনিবার রাতে টানা বৃষ্টিতে পাহাড় ও দেয়ালধসে পাঁচ শিশুসহ ছয়জনের মৃত্যুর পর রোববার রাতে নগরের মুরাদপুর ফরেস্ট গেট এলাকা থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সাইফুল ইসলাম ও জয়নাল আবেদিন। তারা ধসে যাওয়া বাড়িগুলোর মালিক। বাড়ির মালিক চার ভাইকে এই মামলার আসামি করা হয়েছে। বাড়ির মালিক ও মামলার প্রধান আসামি মঈনুদ্দিনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন,  পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় তৈরি বাড়িগুলোর মালিক ওই চার ভাই। অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় মামলাটি করা হয়েছে।আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান ওসি।এসআইএস/এমআরআই

Advertisement