সানজামুল ইসলামকে মিড অন দিয়ে উঠিয়ে মারলেন। বাউন্ডারির দড়ির কাছাকাছি গিয়ে বল পড়ে হলো চার। নিজের জন্মদিনটা স্মরণীয় করেই রাখলেন কুশল মেন্ডিস। বাংলাদেশি বোলারদের নির্বিষ বোলিং কাজে লাগিয়ে ধনঞ্জয়া ডি সিলভার পর সেঞ্চুরি পেয়ে গেছেন তিনিও।
Advertisement
এটি কুশল মেন্ডিসের ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ২০০ বলে তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন লঙ্কান এই ব্যাটসম্যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬২ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ২৩৯ রান। মেন্ডিস ১০১ আর ধনঞ্জয়া ১৩৮ রান নিয়ে ব্যাটিং করছেন।
বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাকিদের কেউ উইকেটের দেখা পাননি।
এর আগে মুমিনুল হকের ১৭৬ রানে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৫১৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। মুশফিকুর রহীম ৯২ আর মাহমুদউল্লাহ রিয়াদ করেন অপরাজিত ৮৩ রান।
Advertisement
এমএমআর/এমএস