প্রবাস

পর্তুগালে ব্যবসায়ীদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়

আটলান্টিক পাড়ের দেশ পর্তুগালে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী। ১ ফেব্রুয়ারি রাষ্ট্রদূতের বাংলাদেশ হাউস লিসবনে এ সভা আয়োজিত হয়।

Advertisement

দূতাবাস প্রধান হাসান আব্দুল্লাহ তৌহিদ ও দূতাবাস কর্মকর্তা ওয়ায়েস খানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে আগত ব্যবসায়ীদের স্বাগত জানান বাংলাদেশ দূতাবাসের দুই কর্মকর্তা মো. নুরউদ্দিন ও মো. শাহাবউদ্দিন। ব্যবসায়ীরা পর্তুগালে বসবাস ও নিজেদের ব্যবসা বাণিজ্যের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। রাষ্ট্রদূত ব্যবসায়ীদের অবস্থান ও ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

রাষ্ট্রদূত বলেন, পর্তুগালে ব্যবসা-বাণিজ্যে বাংলাদেশিদের অবস্থান ভালো অবস্থানে আছে। ব্যবসায়িক এ অবস্থানকে আরও দৃঢ় করতে বাংলাদেশ দূতাবাস লিসবন সব সময়ই বাংলাদেশিদের সহযোগিতা করবে। পণ্য আমদানি-রফতানিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যবসীয়দের সহযোগিতা করবে।

এছাড়া ব্যবসায়ীরা রাষ্ট্রদূতের কাছে লিসবনে বেড়ে ওঠা শিশু-কিশোরদের জন্য একটি বাংলা মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করার দাবি জানান।

Advertisement

এমআরএম/এমএস