মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর হুশিয়ারি ও অভিযান পরিচালনার নির্দেশনার পর সাড়াশি অভিযান শুরু করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
Advertisement
সাড়াশি অভিযানের প্রথম দিনে ৩৬ জনকে আটক করা হয়েছে। এ সময় পিস্তলসহ বিপুল পরিমাণ ইয়াবা ফেন্সিডিল, বিদেশি মদ, বিয়ার জব্দ এবং ইয়াবার কারখানার সন্ধান পেয়েছে অধিদফতরের ঢাকা মেট্রো ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরেরর মহাপরিচালক (ডিজি) মো. জামাল উদ্দীন আহমেদ জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজধানীসহ সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। স্পটে গিয়ে মাদক ব্যবসায়ীদের তালিকা ধরে ধরে অভিযান চালানো হচ্ছে। অভিযানের প্রথম দিনে ৩৬ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় তেজগাঁওস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
Advertisement
জেইউ/এমবিআর/এমএস