চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় দিনে খেলতে নেমেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করছে লঙ্কানরা।
Advertisement
১ উইকেটে ১৮৭ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ডি সিলভা ১০৪ এবং কুশল মেন্ডিস ৮৩ রান নিয়ে খেলতে নেমেছেন।
তৃতীয় দিনে বাংলাদেশ বোলিং শুরু করেছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দিয়ে। দিনের প্রথম ওভারই মেডেন নিয়েছেন তিনি, যার মধ্যে একটি বল মেন্ডিসের ব্যাটের বাইরের কানায় লেগে আউটের সম্ভাবনাও জেগেছিল। তবে সেটা ধরার মতো সুযোগ ছিল না ফিল্ডারের।
এর আগে মুমিনুল হকের ১৭৬ রানে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৫১৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কা এখনও ৩২৬ রান পিছিয়ে আছে।
Advertisement
এমএমআর/এমএস