প্রবীণ দাবা খেলোয়াড় লায়লা আলমের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার শুরু হয়েছে বেগম লায়লা আলম ৯ম মহিলা দাবা প্রতিযোগিতা। বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম।
Advertisement
ফেডারেশনের সহ-সভাপতি গাজী সাইফুল তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম লায়লা আলমের পুত্র ওয়াজির আলম, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও প্রতিযোগিতার প্রধান বিচারক মো. হারুন অর রশিদ।
আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, জাতীয় মহিলা চ্যাম্পিয়ন শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদেমাস্টার সৈয়দ শাবানা পারভীন নীপা, নাজরানা খান ইভা, জাকিয়া সুলতানা ও নোশিন আঞ্জুমসহ ৩৩ জন দাবাড়ু– এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
প্রথম রাউন্ড শেষে ১৪ জন খেলোয়াড় নিজ নিজ খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছেন। প্রতিযোগিতার খেলা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। বিজয়ীদের নগদ ৬৫ হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হবে।
Advertisement
আরআই/এমএমআর/আইআই