ফিচার

ঢাকা শহরের পুরনো ৫ ছবি

এ সময়ের ঢাকা শহর বিশাল বিশাল অট্টালিকায় ঠাসা। চারদিকে গাড়ির হর্ন আর মানুষের ছোটাছুটি। কিন্তু এমন ছিল না ঢাকা। তখনকার ছবি দেখে এখনকার ঢাকা শহরকে আপনি মেলাতেই পারবেন না। ঢাকা শহরের এমনই কিছু ছবি নিয়ে আজকের আয়োজন-

Advertisement

রমনা গেট

১৯০১ সালে তোলা এই ছবিটি তৎকালীন ঢাকার রমনা গেটের। বর্তমানে স্থানটিকে আমরা দোয়েল চত্ত্বর নামে চিনি।

নাজিমুদ্দিন রোড

Advertisement

পুরান ঢাকার চকবাজার মোড়ের ছবিটি ১৯০৪ সালে তোলা। বর্তমানের নাজিমুদ্দিন রোড। বামদিকেই শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ।

চকবাজার

এই ছবিও পুরান ঢাকার চকবাজারের। যেখানে এখন ব্যস্ততার ছড়াছড়ি। যাবতীয় পাইকারি জিনিসের আখড়া। ছবিটি তোলা হয়েছিল ১৮৮৫ সালে।

ঢাকেশ্বরী মন্দির

Advertisement

ছবিটি বৃটিশ আমলের ঢাকেশ্বরী মন্দির। ঢাকার সর্বসাধারণের পরিচিত এই মন্দিরের ছবিটি তোলা হয়েছিল ১৯০৪ সালে।

মিডফোর্ট হাসপাতাল

১৯০৪ সালে তোলা ছবিটি ঢাকার মিডফোর্ট হাসপাতালের। বর্তমানে যেটি সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল নামে পরিবর্তিত হয়েছে।

এসইউ/পিআর