চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মরদানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষ শতাধিক বোমার বিষ্ফোরণ ঘটায় এবং ১০-১২টি বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে। এতে উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছেন।জেলার অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের সাথে সাবেক কাউন্সিলর পাশবানের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে আজ (সোমবার) সকাল ৭টার দিকে উভয়গ্রুপের লোকজন ধারালো অস্ত্র নিয়ে মরদানার পুকুরপাড় এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শতাধিক বোমার বিষ্ফোরণ ঘটানো হয় এবং প্রায় ১০-১২টি বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে। এতে উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছেন। আহতরা গোপনে বিভিনস্থানে চিকিৎসা নিচ্ছেন।খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এদিকে, রোববার বিকেলে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাউসনগর ও রানীনগর গ্রামের লোকজন সোমবার সকাল ১০টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রায় ৫০টি বোমার বিষ্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এসআইএস/এমএস
Advertisement