আন্তর্জাতিক

কাতারে বিমান-নৌবাহিনী পাঠাবে তুরস্ক

কাতারে বিমান বাহিনী এবং নৌবাহিনী পাঠানোর পরিকল্পনা করছে তুরস্ক। ইতোমধ্যেই কাতারে বহু তুর্কি সেনা অবস্থান করছেন। বুধবার এক তুর্কি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরা।

Advertisement

তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি তুরস্ক। কাতারে তুরস্কের রাষ্ট্রদূত ফিকরেত ওজের দোহায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ২০১৪ সালে কাতার এবং তুরস্কের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে কাতারে সব ধরনের স্থল, বিমান এবং নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। বর্তমানে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অভিল ব্রাঞ্জ সেনা অভিযান পরিচালনা করছে তুর্কি বাহিনী।

তিনি বলেন, কখন এসব সেনাদের মোতায়েন করা হবে তা নির্ধারণে আঙ্কারা এবং দোহার মধ্যে আলোচনা হবে। দু’দেশের মধ্যে চুক্তির অংশ হিসেবেই সেনা মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে।

২০১৫ সালে তারিক বিন জায়েদ সেনা ঘাঁটিতে পৌঁছেছে তুরস্কের প্রথম সেনাদল। ওই ক্যাম্পটি দোহার দক্ষিণাঞ্চলে অবস্থিত।

Advertisement

টিটিএন/পিআর