ইরাকে আইএস’র (ইসলামিক স্টেট) ওপর চলমান হামলায় যুক্তরাজ্যের যোগ দেওয়ার প্রতিবাদে দেশটির পার্লামেন্টের ছায়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। হাউস অব কমন্সে এক ভোটের পর শুক্রবার ছায়া শিক্ষামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়ে পত্র দেন লেবার পার্টির এই সদস্য। ব্রিটিশ লেবার পার্টির অফিসিয়াল ওয়েবসাইটে তার পদত্যাগপত্রসহ তা গ্রহণের সংবাদ প্রকাশ করা হয়েছে।এর আগে ব্রিটেনের হাউস অব কমন্সে ইরাকে আইএসবিরোধী হামলায় যুক্তরাজ্যের যোগদানের বিষয়ে এক গণভোটের আয়োজন করা হয়। শুক্রবারের ওই ভোটে ৫২৪ জন সংসদ সদস্য যোগদানের পক্ষে ভোট দেন। ৪৩ জন এর বিপক্ষে ভোট দেন। এর মধ্যে রুশনারাসহ লেবার পার্টির মোট ২৪ সদস্য রয়েছেন।পদত্যাগপত্রে রুশনারা উল্লেখ করেছেন, আইএসআইএল’র (বর্তমানে আইএস) কর্মকাণ্ড নৃশংস ও বর্বর। তবে সামরিক অভিযান এর সমাধান নয়। এর সমাধানে দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করা প্রয়োজন।
Advertisement