সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বদলি ও তদবির বন্ধে সতর্ক হওয়ার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। যথাযথ প্রক্রিয়ায় এসব কার্যক্রম করার নির্দেশনা দেয়া হয়েছে।
Advertisement
গতকাল মঙ্গলবার ডিপিই’র পলিসি-২ শাখার সহকারী পরিচালক মো. মোসলেম উদ্দিনের সাক্ষরিত একটি সতর্কবার্তা জারি করা হয়।
সেখানে বলা হয়েছে, অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকরা বদলির জন্য মহাপরিচালক বরাবর আবেদন করে থাকেন। যা চাকরি শৃঙ্খলা পরিপন্থি। শিক্ষকদের বদলির ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করার নির্দেশ দেয়া হয়েছে। নতুবা শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে ডিপিই’র অতিরিক্ত মহাপরিচালক মো. রমজান আলী জাগো নিউজকে বলেন, অনেকে বদলির জন্য যথাযথ প্রক্রিয়ায় আবেদন না করে সংশ্লিষ্ট অধিদফতরের মহাপরিচালক বরাবর আবেদন করেন। এরপর তা কার্যকর হতে নানাভাবে তদবির চালায়। এতে মহাপরিচালকের গুরুত্বপূর্ণ সময় নষ্টসহ নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়। এ কারণে সহকারী শিক্ষক বদলিতে প্রধান শিক্ষকের মাধ্যমে এবং প্রধান শিক্ষক বদলিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে আবেদন করার নির্দেশ দেয়া হয়েছে।
Advertisement
তিনি বলেন, কোনো শিক্ষক এর ব্যত্যয় ঘটালে চাকরিবিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এমএইচএম/জেএইচ/এমএস