খেলাধুলা

জরিমানা মাফ পেলেও নিষেধাজ্ঞা বহাল খালিদ লতিফের

গত বছর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন খালিদ লতিফ। পাকিস্তানী এই ক্রিকেটারকে সঙ্গে ১০ লাখ রুপি জরিমানাও করা হয়। পরে লতিফ এই শাস্তির বিরুদ্ধে আপিল করেন। বুধবার তার এই আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

Advertisement

গত বছর পিএসএলে স্পট ফিক্সিংয়ে দোষী প্রমাণিত হওয়ায় লতিফকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তার আত্মপক্ষ সমর্থনের শুনানিতে বিচারক অবসরপ্রাপ্ত ফকির মোহাম্মদ খুখর এই নিষেধাজ্ঞা বহাল রাখার কথা জানিয়েছেন। তবে যে ১০ লাখ রুপি জরিমানা করা হয়েছিল, সেটা তুলে নেয়া হয়েছে এই ক্রিকেটারের ক্যারিয়ার কার্যত শেষ- এই বিবেচনায়।

পিএসএলে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ মেলায় পাঁচ বছরের নিষেধাজ্ঞায় আছেন পাকিস্তানী ওপেনার শারজিল খানও। জড়িত না থাকলেও দুর্নীতির বিষয়টি সময়মতো রিপোর্ট করতে না পারায় আড়াই বছর নিষিদ্ধ হয়েছেন পেসার মোহাম্মদ ইরফান আর অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ।

তদন্ত চলছে পাকিস্তানের আরও দুই ক্রিকেটার শাহজাইব খান আর নাসির জামশেদের বিরুদ্ধে। তারা আপাতত সাময়িক নিষেধাজ্ঞায় আছেন।

Advertisement

এমএমআর/এমএস