আইন-আদালত

নিখোঁজের খবরটি ভুল, আমি চেম্বারেই আছি : জমির উদ্দিন

কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার নিখোঁজ হয়েছেন। এ খবর প্রকাশ হওয়ার পর জাগো নিউজের পক্ষ থেকে এর সত্যতা যাচাই করার চেষ্টা করা হয়।

Advertisement

বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের আইনজীবী ভবনে তার কার্যালয়ে গিয়ে দেখা যায় তিনি সেখানে আছেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বলেন, ‘নিখোঁজের খবরটি ভুল, আমি চেম্বারেই আছি। কয়েকটি মিডিয়ায় ভুল খবর প্রকাশ হয়েছে।’

তার নিখোঁজ হওয়ার ওই সংবাদ ছড়িয়ে পড়লে সুপ্রিম কোর্টের চেম্বারে আইনজীবীরা ভিড় জমান। তাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদও উপস্থিত হন। জমির উদ্দিন সরকার বলেন, মঙ্গলবার রাত আনুমানিক ২টায় আমার ধানমন্ডির বাসায় (লা ক্যাসিটা, হাউস নং-৩৫, রোড- ১২/এ) পুলিশ এসেছিল। তারা বাসার দারোয়ানের কাছে আমার খোঁজ করেছিলেন। তখন ভবন মালিক সমিতির সভাপতি মো. রফিক ওই পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানতে চান আমি বাসায় আছি কি না।

‘তখন আমি রফিক সাহেবকে জানিয়ে দেই, আমাকে যদি আইন-শৃঙ্খখলা বাহিনীর লোকজন নিয়ে যেতে (গ্রেফতার) চায় তাহলে তারা (পুলিশ) যেন সকাল ৮টায় (আজ বুধবার) আসেন। তবে, সকালে আর তারা আসেননি। তাই প্রতিদিনের মতোই আমি সুপ্রিম কোর্টে এসে মামলা পরিচালনা করছি’-’ বলেন তিনি।

Advertisement

তিনি আরও বলেন, ওই পুলিশ সদস্যদের মধ্যে যারা ভবন মালিক সমিতির সভাপতির সঙ্গে কথা বলেছেন তারা সাধারণ পোশাকে ছিলেন এবং যারা রাস্তায় গাড়িতে অপেক্ষা করছিলেন তারা পুলিশের পোশাকে ছিলেন বলে আমি জেনেছি। এফএইচ/জেডএ/আরআইপি