জাতীয়

অসুখী হওয়ার কারণ যানজট : সাঈদ খোকন

রাজধানীর ৬০-৭০ শতাংশ নাগরিকের অসুখী হওয়ার কারণ যানজট বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

Advertisement

বুধবার ডিএসসিসির ১৯ নম্বর ওয়ার্ডের সিদ্বেশ্বরী উচ্চ বালক বিদ্যালয় মাঠে 'জনতার মুখোমুখি জনপ্রতিনিধি' অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মেয়র বলেন, যানজট একদিনে কমিয়ে আনা সম্ভব নয়। আমরা যানজট নিরসনে কাজ করছি। তবে রাস্তা ভালো হলে যানজট কিছুটা কমবে। এছাড়া ১ ফেব্রুয়ারি থেকে ফুটপাতে রাস্তা দখল মুক্ত করতে মাঠে নামছি। রাস্তায় চায়ের দোকানের দরকার আছে। তবে দোকানের কারণে হাঁটতে সমস্যা হচ্ছে। এসব উচ্ছেদ করা হবে।

‘জনতারা মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে ১৯ নম্বর ওয়ার্ডের নানা সমস্যার কথা মেয়রকে জানান স্থানীয়রা। অধিকাংশরাই প্রধান সমস্যার কথা বলতে গিয়ে জলাবদ্ধতা, যানজট, বর্জ্য, মাদক, ছিনতাইয়ের কথা উল্লেখ করেন।

Advertisement

এলাকাবসীরা সড়কে পানি জমে থাকার কথা উল্লেখ করে বলেন, মৌচাক মার্কেটের পেছনে, মগবাজার ডাক্তার গলি, আরিফ কমিশনার গলি, ১৬ নম্বর সিদ্ধেশ্বরী লেনের রাস্তায় সব সময় পানি জমে থাকে। তবে সমস্যা সমাধানে আগামীকাল থেকে কাজ শুরুর আশ্বাস দেন মেয়র।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সাঈদ খোকন বলেন, দায়িত্ব নেয়ার সময় দক্ষিণের ৯০ শতাংশ রাস্তা বেহাল ছিলো। এখন ৮৫ শতাংশ রাস্তা চলাচলের উপযোগী হয়েছে। চলতি শুষ্ক মৌসুমে শতভাগ রাস্তা ভালো করা হবে। মেয়র বলেন, এ শহর আপনাদের। আর এখানকার কাজ করার জন্য আমি মেয়র হয়েছি। নিজের ঘরের মতো শহর পরিষ্কার রাখার দায়িত্ব আপনাদেরও আছে। শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রতিটি ওয়ার্ডে ১০০টি করে মিনি ডাস্টবিন দেয়া হয়েছিল। যা চুরি হয়ে গেছে।

প্রশ্নপর্বে সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থী বলেন, মৌচাক থেকে মগবাজার ওয়ারলেস এলাকায় ছিনতাই বেড়ে গেছে। প্রায়ই অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করা হচ্ছে। যে কারণে সিসি ক্যামেরা লাগানো জরুরি হয়ে পড়েছে। এর সমাধান হিসেবে মেয়র খুব দ্রুত সিসি ক্যামেরা লাগানোর জন্য অনুদান দেয়ার আশ্বাস দেন।

ডিএসসিসির ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুন্সী কামরুজ্জামান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলালসহ কাউন্সিলর ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Advertisement

এএস/এএইচ/এমএস