জোকস

আজকের কৌতুক : মাছির স্যুপে মাছি কম

কৌতুক- এক : মাছির স্যুপে মাছি কম

Advertisement

চীনে বেড়াতে গিয়ে ঘুরে ঘুরে রেস্টুরেন্টে ঢুকে এক পর্যটক দেখলো মেন্যু সব চাইনিজ ভাষায় লেখা। আবার না বুঝে শুয়োর-সাপ-ব্যাং ইত্যাদি খাওয়া হয়ে যায় কিনা সে ভয়ে লোকটা মেইন কোর্স বাদ দিয়ে শুধু স্যুপের অর্ডার দিলো।

স্যুপ আসার পর দেখে তাতে মাছি পড়েছে। একেই প্রচণ্ড ক্ষুধায় সামান্য স্যুপ, তাতে আবার মাছি পড়েছে। ভয়ানক রেগে লোকটা চিল্লাচিল্লি শুরু করলেন। রেস্টুরেন্টের একমাত্র ইংরেজি জানা ম্যানেজার দৌড়ে এলো।

ম্যানেজার : কী সমস্যা স্যার?

Advertisement

লোক : আমার স্যুপে মাছি ভাসছে তিন তিনটা।

ম্যানেজার মেন্যু চেক করে ওয়েটারকে ধমক দিয়ে বলল-

ম্যানেজার : মাছির স্যুপে কেউ এতো কম মাছি দেয়?

আরও পড়ুন- আজকের কৌতুক : প্যান্ট পেছন থেকে ফাটা

Advertisement

****

কৌতুক- দুই : সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি

এক চেইন স্মোকারকে একদিন দুইটা সিগারেট একসঙ্গে জ্বালাতে দেখে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো-

ব্যক্তি : ভাই, শেষ খাওয়া খাচ্ছেন নাকি?

লোক : আমার বন্ধু মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে, দোস্ত, যখনি বিড়ি খাবি, আমার নাম করেও একটা খাবি। এ জন্যই দুইটা খাচ্ছি।

এর কিছুদিন পর একদিন তাকে একটি সিগারেট খেতে দেখে লোকটি আবার জিজ্ঞাসা করলো-

ব্যক্তি : কি ভাই? বন্ধুর কথা ভুলে গেলেন নাকি?

লোক : ভাই, আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। এখন শুধু বন্ধুরটা খাচ্ছি।

আরও পড়ুন- আজকের কৌতুক : ভিক্ষাটা ফ্লেক্সি করে দিয়েন

****

কৌতুক- তিন : আমি সুন্দরী ছিলাম

ম্যাডাম ক্লাসে কাল পড়াচ্ছেন-

ম্যাডাম : কাল ৩ প্রকার। যেমন- অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কাল। উদাহরণ হিসেবে মনে করো- আমি সুন্দরী ছিলাম, সুন্দরী আছি, সুন্দরী থাকবো। এখন তোমরা কেউ কি ৩ প্রকার কালের উদাহরণ বলতে পারবে?

বল্টু : ম্যাডাম, আমি পারবো।

ম্যাডাম : ওকে ফাইন, বলো শুনি।

বল্টু : আপনার ধারণা ভুল ছিল, ভুল আছে, ভুল থাকবে!

এসইউ/জেআইএম