আন্তর্জাতিক

ভারতের মিষ্টিতে পাকিস্তানের আপত্তি!

ঈদ উপলক্ষে ভারতের দেওয়া মিষ্টি গ্রহণ করেনি পাকিস্তান। এতোদিন ধরে দুই দেশের মধ্যে মিষ্টি বিনিময় কর্মসূচি পালিত হয়ে আসলেও এবার এর ব্যতিক্রম ঘটলো। জানা গেছে, ওয়াঘা সীমান্তে বিএসএফের পক্ষ থেকে প্রথা অনুযায়ী এবারও পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মিষ্টি দেয়ার চেষ্টা করা হয়। তবে এবার বিএসএফের এ কর্মসূচিতে কোনো সাড়া দেয়নি পাকিস্তানি রেঞ্জাররা। ফলে এবছর দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আনুষ্ঠানিকভাবে ঈদের শুভেচ্ছা জানানো সম্ভব হয়নি।এদিকে, ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনাকর পরিবেশের মধ্যে এ ঘটনাকে বিশ্লেষকরা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। দুদেশের সীমান্তে কিছুদিন ধরে সংঘর্ষের ঘটনা ঘটছে। এর মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময় না হওয়ায় দুদেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।বিএসএফের অমৃতসর সেক্টরের ডেপুটি ইনসপেক্টর জেনারেল এম এফ ফারুকি বলেন, ঈদ উপলক্ষে এবার দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর  মিষ্টি বিনিময় হয়নি। তিনি বলেন, মিষ্টি দেয়া-নেয়ার আগে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের মধ্যে নিয়মমাফিক আলোচনা হয়। যদিও পাকিস্তানের পক্ষ থেকে এবার কোনো সাড়া পাওয়া যায়নি। তাই আমরাও আর এ নিয়ে এগিয়ে যাইনি।উল্লেখ্য, সর্বশেষ গত ২৩ মার্চ পাকিস্তান দিবস উপলক্ষে পাকিস্তান রেঞ্জার সদস্যরা  বিএসএফের কাছে মিষ্টি পাঠায়।এসআইএস/এমএস

Advertisement