খেলাধুলা

বাংলাদেশের শুভ সূচনা

দেখে শুনা ব্যাট করে বাংলাদেশকে ভালো শুরু এনে দিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। দুইজনের জুটি এরই মধ্যে পেরিয়ে গেছে পঞ্চাশ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫৩ রান। তামিম ৪১ আর ইমরুল ১২ রান নিয়ে ব্যাট করছেন।

Advertisement

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে কিছুটা আগ্রাসী হয়ে ব্যাট চালাতে থাকে তামিম। লাহিরু কুমারাকে তিন বলে টানা তিন চারে মারেন এই ওপেনার। তামিম আগ্রাসী হলেও দেখেশুনে ব্যাট করছে ইমরুল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাত ব্যাটসম্যান, এক পেসার ও তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হচ্ছে বাঁহাতি এই স্পিনার সানজামুলের। স্পিনে তার দুই সঙ্গী তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। আর দলে একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান।

এদিকে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। পিঠের চোট কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। তার সঙ্গী দিলরুয়ান পেরেরা ও লাকশান সান্দাকান।

Advertisement

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সানজামুল ইসলাম।

শ্রীলঙ্কা দল: দিনেশ চান্দিমাল, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, রোশান সিলভা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমাল, দিলরুয়ান পেরেরা, লাকশান সান্দাকান, লাহিরু কুমারা।

এমআর/জেআইএম

Advertisement