জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন : ভোটার তালিকা সংসদে পাঠালো ইসি

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা সংসদ সচিবালয়ের পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

Advertisement

ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত তালিকা অনুযায়ী বর্তমানে ৩৪৮ জন ভোটার। ভোটার তালিকা ইসির সচিবালয়ের নোটিশ বোর্ডেও টাঙিয়ে রাখা হয়েছে।

আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন হবে।

ভোটার তালিকায় সংসদ সদস্য হিসেবে ভোটারের অনুকূলে বিভক্তি সংখ্যা, ভোটারের নাম ও নির্বাচনী এলাকা উল্লেখ রয়েছে।

Advertisement

এরআগে গত ২৫ জানুয়ারি এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন এবং ওই তারিখে ভোটার তালিকার গেজেট প্রকাশ করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ৭ ফেব্রুয়ারি যাচাই বাছাইয়ের পর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। আর প্রধান নির্বাচন কমিশনার তাতে নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হলে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আর একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে।

এইচএস/এএইচ/এমএস

Advertisement