‘সাদা শাড়ি পরে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়াবেন না আপনি।/ কাশফুলের মতো দুলেদুলে আঁকবেন না বিষমবাহু ত্রিভুজের শেষ রেখা।/ অমনোযোগী ছাত্রের পাশে ঘুরেঘুরে শেখাবেন না/ কেন্দ্র থেকে পরিধির দূরত্ব।/ বিন্দু ভুলে যাওয়া সরল বালকটিকে বলবেন না : রেল লাইন বহে সমান্তরাল।’
Advertisement
কে আর ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়াবেন না? সাদা শাড়ি পরে কে আসতো রোজ? কেন তিনি আর আসবেন না? কী হয়েছিল তার? এ উত্তরগুলো দেবে ‘আত্মহত্যার স্মৃতি’। লিখেছেন তরুণ কবি ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ। এটি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ।
চিত্রশিল্পী শিবু কুমার শীলের প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে সূচিপত্র প্রকাশন। কমিশনের পরে বইটি ক্রেতারা পাবেন ১০০ টাকায়। বইটি পাওয়া যাবে মেলার প্রথম দিন থেকেই ৩৪৮-৩৫০ নম্বর স্টলে।
এর আগে ২০১৫ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘একাত্তরের লালমিয়া’। এরপরে ২০১৭ সালে প্রকাশিত হয় প্রথম কবিতার বই ‘আদিবাসী প্রেমিকার মুখ’।
Advertisement
এসইউ/আইআই