রাজনীতি

আরেক টার্ম পেলে দুঃখ-কষ্ট থাকবে না : অর্থমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরেকবার নির্বাচিত করলে এ দেশে দারিদ্র্য ও দুঃখ-কষ্ট থাকবে না বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

Advertisement

মঙ্গলবার সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ দাবি করেন।

মুহিত বলেন, দারিদ্র্য দূরীকরণের লক্ষ্য ২০৩০ সাল। শেখ হাসিনাকে আরেকটি টার্ম দিতে হবে। শেখ হাসিনাকে আরেকবার নির্বাচিত করতে হবে। তাহলে এ দেশে দারিদ্র্য  থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না।

তিনি বলেন, আমাদের আট বছরে প্রায় নয় শতাংশ লোককে দারিদ্র্য থেকে মুক্তি দিতে পেরেছি। দেশের জন্য, মানুষের জন্য বাজেট বড় করে এটি সম্ভব হয়েছে। আমরা যেভাবে এ বাজেটের আকার বৃদ্ধি করেছি পৃথিবীর অন্য কোনো দেশে এ গতিতে বাজেটের আকার বৃদ্ধি কমই পেয়েছে।

Advertisement

অর্থমন্ত্রী বলেন, শহর এবং গ্রামের মধ্যে পার্থক্য দূর করার চেষ্টা করেছি। গ্রামে এখন জীবনযাত্রার সুযোগ-সুবিধা শহরের মতোই পাবেন। এ নেতৃত্বের একটিই লক্ষ্যমাত্রা জনকল্যাণ। আশা করছি আগামীতেও আমরা এ সুযোগ পাবো। মুহিত বলেন, সিলেটকে আধ্যাত্মিক শহর বলা হতো। এ আধ্যাত্মিক শহরকে আমরা চেয়েছি উন্নয়নের শহরে পরিণত করতে।

এইউএ/জেডএ/এমএস