আন্তর্জাতিক

দুর্নীতির অভিযোগ বাড়ছে সৌদিতে

সৌদি আরবের ন্যাশনাল এন্টি করাপশন কমিশন সোমবার জানিয়েছে, দুর্নীতির অভিযোগ আগের চেয়ে অনেক বেড়ে গেছে। বিগত বছরের তুলনায় ২০১৭ সালে দুর্নীতির অভিযোগ ৩০ ভাগ বৃদ্ধি পেয়েছে।

Advertisement

এক বিবৃতিতে দুর্নীতি বিরোধী কমিশন জানিয়েছে, ২০১৭ সালে তারা ১০ হাজার ৪০২টি অভিযোগ পেয়েছে। ২০১৬ সালে এ অভিযোগের সংখ্যা ছিল ৬ হাজার ২৪২টি।

এর মধ্যে ৩৭ ভাগই প্রশাসনের দ্বারা জনগণের অর্থের অপব্যবহার এবং ২১ ভাগ অভিযোগ এসেছে ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে। কমিশন জানিয়েছে, ৩৪ ভাগ অভিযোগ এসেছে তাদের ওয়েবসাইটে এবং ২১ ভাগ অভিযোগ এসেছে ফোনের মাধ্যমে।

কমিশনের তরফ থেকে আরও জানানো হয়েছে, দুর্নীতি বিরোধী নতুন কমিটির নেতৃত্বে থাকা ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন সালমান অপরাধীদের সাজা ঘোষণা করবেন।

Advertisement

টিটিএন/এমএস