দেশজুড়ে

আশুলিয়ায় জুতার কারখানায় আগুন

আশুলিয়ার নরসিংহপুরে একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে আকিজ ফুটওয়্যার লিমিটেডে এ অগ্নিকাণ্ড ঘটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, আকিজ ফুটওয়্যার কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় টঙ্গি, ধামরাই, কালিয়াকৈর ও সাভার ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিটসহ মোট ১০টি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্ঠা করে।আশুলিয়া ডিইপিজেডের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া জানান, আগুনের তীব্রতা বেশি হওয়ায় ভবনের ২য় তলার উপরের টিনের ছাউনীর ছাদসহ পুরো ভবন ধসে পড়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।এসকেডি/পিআর

Advertisement