ইংল্যান্ড দলে জায়গা হচ্ছে না অনেক দিন। মাথার উপর নাইটক্লাব কান্ডের খড়গ। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দামটা ঠিকই আকাশছোঁয়া রইলো বেন স্টোকসের। আইপিএলের নিলামে এবার সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন ইংলিশ এ অলরাউন্ডার।
Advertisement
এবারের আইপিএলে অংশ নিচ্ছে আটটি দল। তাদের খেলোয়াড়দের তালিকাও চূড়ান্ত হয়ে গেছে। আট দল মিলিয়ে এবার খেলবেন মোট ১৮৭ জন ক্রিকেটার।
আটটি দল ১৮ জন খেলোয়াড়কে আগেই ধরে রেখেছিল। নিলামের মাধ্যমে দলে টেনেছে ১৬৯ জন ক্রিকেটারকে। তালিকায় ওঠা বাকি ৪০৯ ক্রিকেটারকে কেউ কেনার আগ্রহ দেখায়নি।
এবার সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন কে? নিলামে ওঠা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি দাম উঠেছে বেন স্টোকসের। তাকে ১২ কোটি ৫০ লাখ রুপি দিয়ে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।
Advertisement
দ্বিতীয় দামি খেলোয়াড়টিও রাজস্থানের। বাঁহাতি পেসার জয়বেদ উনাদকাতকে ১১ কোটি ৫০ লাখ রুপি দিয়েছে কিনেছে তারা। ১১ কোটি রুপিতে সানরাইজার্স হায়দরাবাদে যাওয়া মনিশ পান্ডে নিলামে তৃতীয় সর্বোচ্চ দামের খেলোয়াড়।
নিলামের বাইরের হিসেবে অবশ্য স্টোকসের থেকে অনেকটাই এগিয়ে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নিলামের জন্য ছাড়েনি। রেখে দিয়েছে ১৭ কোটি রুপিতে। এছাড়া নিলামের বাইরে মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসে রয়েছেন ১৫ কোটিতে। মুম্বাই ইন্ডিয়ান্সও রোহিত শর্মাকে ১৫ কোটি রুপিতে রেখে দিয়েছে।
এমএমআর/আইআই
Advertisement