জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার পুনর্নিরীক্ষণে ঢাকা বোর্ডে দেড় হাজারের বেশি পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৩২৫ জন। ফেল থেকে পাস করেছে ২৬৬ জন। সোমবার বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।
Advertisement
জানা গেছে, জেএসসি পরীক্ষার ফলে অসন্তোষ হয়ে ঢাকা বোর্ডে বিভিন্ন বিষয়ে প্রায় সাড়ে ৭৮ হাজার আবেদন জমা পড়ে। আবেদনের শীর্ষে ছিল গণিত ও ইংরেজি বিষয়। সেসব আবেদনের মধ্যে এক হাজার ৫৪০ জনের জিপিএ পরিবর্তন হয়েছে। আবেদনকারীদের মধ্যে যাদের ফল পরিবর্তন হবে মোবাইল এসএমএসের মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার জাগো নিউজকে বলেন, এবার পুনর্নিরীক্ষার ফলাফলে বড় পরিবর্তন এসেছে। এ ফলাফলের তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, নিয়ম অনুযায়ী সব পরীক্ষার খাতার শুধু নম্বর গণনা করা হয়ে থাকে। এরপর তা প্রকাশ করা হয়।
Advertisement
উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর থেকে চলতি বছরের ৬ জানুয়ারি পর্যন্ত চলে জেএসসি পরীক্ষার ফল পুনরায় মূল্যায়নের আবেদন। এবার ঢাকা বোর্ডে ৩৭ হাজার পরীক্ষার্থী ফল পুনর্মূল্যায়নে বিভিন্ন বিষয়ে ৭৮ হাজার ৪০০টি আবেদন করে। এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষায় পাসের হার ছিলো ৮৩ দশমিক ৫৬ শতাংশ।
এমএইচএম/জেডএ/আইআই